Search
Close this search box.
Search
Close this search box.

আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

deadচলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে আরও তিন হজযাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুলাই) ফেনীর পরশুরামের জামালউদ্দিন ভু্ঁইয়া (৭৪) ইন্তেকাল করেন। তার পিলগ্রিম আইডি ০৭৭৩০২১ ও পাসপোর্ট নম্বর বিআর ০৬ ৩৮৯৩২। তিনি ১৭ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জেদ্দা যান।

সোমবার (৩০ জুলাই) কুমিল্লার হোমনার চান্দেরচর গ্রামের বাসিন্দা জয়নাল আবেদিন (৭০) মারা যান। তার পিলগ্রিম আইডি ০৫৯২১৪৬ ও পাসপোর্ট নম্বর বিআর ০১৮৯৯০০। তিনি ২৮ জুলাই সৌদি এয়ারলাইন্সযোগে সৌদি আরব যান।

chardike-ad

একইদিন ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসিন্দা সুরাইয়া আক্তারের (৬২) মৃত্যু হয়। তার পিলগ্রিম আইডি ০৮১২১৪৫ ও পাসপোর্ট নম্বর বিকে ০৬০৬৫৮৬। তিনিও গত ২৮ জুলাই সৌদি এয়ারলাইন্সযোগে সৌদি যান।

গত ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়। এ পর্যন্ত মোট ১৩ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ১১ ও মহিলা ২ জন রয়েছেন। তারা সকলেই মক্কায় মারা যান। ধর্ম মন্ত্রণালয় কর্তৃক হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।