Search
Close this search box.
Search
Close this search box.

তিন ভাঁজ করে রাখা যাবে স্যামসাং গ্যালাক্সি এক্স

galaxy-xনতুন সব বৈশিষ্ট্য নিয়ে বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এক্স। ২০১৮-র আগস্টেই লঞ্চ হতে পারে এই ফোনটি। গ্যালাক্সি এক্স ফোনের মূল বিশেষত্ব হলো এটাতে থাকছে ৭.৫ ইঞ্চির ফুল এইচডি এলইডি স্ক্রিন। গ্যালাক্সি এক্স এর স্ক্রিনটি ভাজ করা যাবে দুই থেকে তিনবার মুড়ে। ফোন ভাঁজ করে রাখা হলেও সম্পূর্ণ খোলার পর ভাঁজের জন্য কোনো রেখা বা দাগ আলাদা করে বোঝা যাবে না ফোনটিতে।

১ লাখ বার ভাঁজ করে রাখার পরও স্ক্রিন এবং বডি কোনো রকম ক্ষতিগ্রস্ত হবে না। গ্যালাক্সি এক্স ফোনে র‍্যাম থাকবে ৬ জিবি। ফোনের ইন্টারনাল মেমোরি ১২৮ জিবি-র আশেপাশে রাখা হবে যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

chardike-ad

sentbe-adবেশ কয়েকটি সূত্রের দাবি, কোয়াড কোর প্রসেসর সম্বলিত এই ফোনের সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। উন্নত মানের রিয়ার ক্যামেরাটি ১৮ মেগা পিক্সেল। ক্যামেরায় থাকছে একাধিক অত্যাধুনিক ফিচার। এছাড়া ৬০০০ MAH-এর ব্যাটারি থাকতে পারে এই ফোনে। তবে নতুন পণ্য নিয়ে সদা সতর্ক স্যামসাং তাদের Samsung Galaxy X-এর স্পেসিফিকেশন সম্পর্কে সংস্থার পক্ষ থেকে এখনও কোনো নির্দিষ্ট তথ্য মেলেনি।

২০১৮-র আগস্টে স্যামসাং গ্যালাক্সি এক্স লঞ্চ হতে পারে বলে কয়েকটি সূত্রে দাবি করা হয়েছে। আবার কিছু মিডিয়া রিপোর্টে জানুয়ারি, ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এ ফোনটি লঞ্চ হতে। তবে স্যামসাং এর পক্ষ থেকে এখনো এই বিষয়ে কিছুই জানানো হয়নি।