malaysia-bangladeshi-deathমালয়েশিয়ার সেলানগর প্রদেশের রাওয়াংয়ে এক কারখানায় বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও দু’জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশি এক প্রবাসী শ্রমিক রয়েছেন।

বাতু আরং ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা ইয়াজলি ইয়াহিয়া বলেছেন, নিহতদের মধ্যে দু’জন মালয়েশিয়ার এবং একজন বাংলাদেশি শ্রমিক। এছাড়া আহত একজন বাংলাদেশি নাগরিক।

chardike-ad

মেশিন বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন তিনি। ওই কর্মকর্তা বলেন, ‘বিস্ফোরণের সময় হতাহতদের সবাই মেশিনের নিচে ছিল বলে ধারণা করা হচ্ছে।

sentbe-adইয়াজলি ইয়াহিয়া বলেন, সকাল ১১টার দিকে টেলিফোনে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস বিভাগের উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে পৌঁছে।

ওই কারখানার পাশে রাস্তার বিপরীত দিকে কর্মরত এক শ্রমিক বলেন, তিনি বিস্ফোরণের বিকট শব্দ শুনেছেন। তিনি বলেন, ‘ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে সবাই আতঙ্কিত হয়ে পড়ে।’