Search
Close this search box.
Search
Close this search box.

স্যামসাংয়ের প্রথম অ্যান্ড্রয়েড গো ফোন বাজারে

samsung-go-phoneঅবশেষে স্যামসাংও বাজারে আনল অ্যান্ড্রয়েড গো এডিশন ফোন। তাদের গ্যালাক্সি জে২ কোর ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড৮ ওরিও-এর গো সংস্করণ। একই সঙ্গে এ ফোনে রয়েছে টেক জায়ান্টটির নিজস্ব ইন্টারফেইস ও অ্যাপ।

ফোনটিতে দেওয়া হয়েছে ৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, যার রেজুলেশন ৫৪০ x ৯৬০ পিক্সেল। সঙ্গে আছে স্যামসাং এক্সিনস ৭৫৭০ কোয়াডকোর প্রসেসর, এক গিগাবাইট র‍্যাম ও ৮ গিগাবাইট স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়ানোর সুবিধা রাখা হয়েছে।

chardike-ad

sentbe-adপেছনে থাকছে মূল ৮ মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপারেচার এফ/২.২। আর সামনে থাকছে একই অ্যাপাচারের ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফিংগারপ্রিন্ট সেন্সর বা ফেইস আনলক এতে নেই। ব্যাটারি দেওয়া হয়েছে ২,৬০০ এমএএইচ ধারণক্ষমতার।

গ্যালাক্সি জে২ কোর শনিবার থেকে বিক্রি শুরু হয়েছে। দাম ধরা হয়েছে সাত হাজার রুপি বা সাড়ে আট হাজার টাকা।

টেকশহর এর সৌজন্যে