বিশ্বের সেরা একশ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ে কোরিয়ার আট বিশ্ববিদ্যালয়

কোরিয়া ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি

বিশ্বের সেরা একশ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে দক্ষিণ কোরিয়ার আটটি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। সম্প্রতি রয়টার্স সেরা উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করেছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, এমআইটি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সেরা তিনে স্থান করে নিয়েছে। এশিয়ার মধ্যে দক্ষিণ কোরিয়ার কাইস্ট (কোরিয়া ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি) এগারতম স্থানে অবস্থান করছে।

উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় যুক্তরাষ্ট্র, জার্মানি এবং জাপানের পরেই দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের অবস্থান। যুক্তরাষ্ট্রের ৪৬টি, জার্মানি এবং জাপানের ৯টি, দক্ষিণ কোরিয়া, চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্যের ৮টি করে বিশ্ববিদ্যালয় সেরা একশতে স্থান পেয়েছে।

তালিকায় স্থান পাওয়া দক্ষিণ কোরিয়ার আট বিশ্ববিদ্যালয়

১। কাইস্ট (কোরিয়া ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি) – ১১তম

২। পোসটেক (পোহাং ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি) – ১৩তম

৩। সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি – ৩৪তম

৪। সংগিয়ুংগোয়াং ইউনিভার্সিটি – ৩৯তম

৫। হানিয়াং ইউনিভার্সিটি – ৬৬তম

৬। ইয়নসে ইউনিভার্সিটি – ৬৮তম

৭। কোরিয়া ইউনিভার্সিটি – ৭৫তম

৮। জিস্ট (গোয়াংজু ইউনিভার্সিট অব সাইন্স এন্ড টেকনোলজি) – ৯৮তম

বিজ্ঞানের বিভিন্ন শাখা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও বিশ্ব অর্থনীতি পরিচালনায় নতুন ধারণা নিয়ে কাজ করা বিশ্ববিদ্যালয়গুলো তালিকায় স্থান পেয়েছে। বিশ্বকে নতুন টেকনোলজি উপহার দেওয়া, নতুন নতুন বাজার সৃষ্টিকে গুরুত্ব দেওয়া হয়েছে তালিকা তৈরীতে। দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার পিছনে উল্লেখযোগ্য সংখ্যক অর্থ ব্যয় করে থাকে।