Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়া প্রবাসী পিএইচডি গবেষক এনামুলকে উদ্ধার

moni

বুধবার নিখোঁজ হওয়া গবেষক এনামুল হককে উদ্ধার করেছে র‍্যাব। রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে অপহরণের দু’দিন পর আজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে এনামুল হক উত্তরার র‌্যাব-১ এর হেফাজতে আছে। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। এনামুলের পরিবারও র‍্যাবে উদ্ধারের বিষয়টি জেনেছেন বলে জানিয়েছেন।

chardike-ad

গত বুধবার রাত ১টা ৪৫ মিনিটে ক্যাথে প্যাসিফিক ফ্লাইটে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল তার। এয়ারপোর্টের প্রবেশের পূর্ব মুহুর্তে কে বা কারা এনামুল হক মনিকে তুলে নিয়ে যায়। এনামুল হক মনি পাবনা সদর থানার রাধানগরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আলহাজ্ব ফজলুল হকের ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে মনি সবার ছোট। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে দক্ষিণ কোরিয়ার খিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি করছিলেন।