কামরুন নাহার ও আবদুস সামাদের সন্তান পলাশ নিজের এতদূর আসার পেছনে অনুপ্রেরণা মনে করেন দেশের খ্যাতনামা শিক্ষক ড. মুহাম্মদ জাফর ইকবাল ও ড. কায়কোবাদ এবং তার ছোট মামা আজম খানকে। আর দেশের বাইরে ডোনাল্ড নুথ, বিল গেটসকে। ছাত্র অবস্থায় গণিত, এলগোরিদম, প্রোগ্রামিং কন্টেস্ট ইত্যাদি নিয়ে রাত-দিন লেগে থাকার কারণেই তার এ সাফল্য বলে মনে করেন পলাশ। অবসরে প্রিয় কাজ হাইকিং, ঘুরে বেড়ানো ও আড্ডা দেওয়া।
পলাশ বলেন, তার অর্জিত দক্ষতা বাংলাদেশে কিংবা চট্টগ্রামে কাজে লাগানোর যথেষ্ট সুযোগ রয়েছে। সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা সুবিধা হলো, সীমিত অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিয়েও অনেক কিছু করে ফেলা যায়। ইতিমধ্যে যা দেশি কিছু স্টার্টআপ করে দেখিয়েছে। তবে চেষ্টা করলে উচ্চ প্রযুক্তির গবেষণা ও উন্নয়নের জন্য আরও অনেকদূর এগিয়ে যাওয়া সম্ভব অবকাঠামোগতভাবে। চট্টগ্রামে হোক আরেকটি সিলিকন ভ্যালি- এটাই পলাশের স্বপ্ন।