Search
Close this search box.
Search
Close this search box.

জুন থেকেই হাতে পাওয়া যাবে ই-পাসপোর্ট

asaduzzamanস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, আগামী জুন থেকেই ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হবে এবং তখন থেকেই গ্রাহকরা ই-পাসপোর্ট হাতে পাবেন। রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমরা যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) করেছি। প্রায় দুই কোটি এমআরপি করেছি। এখন আমরা ই-পাসপোর্টে যাচ্ছি। জুন থেকেই ই-পাসপোর্ট গ্রাহকের কাছে পৌঁছাতে পারবো বলে আশা করছি।

chardike-ad

কেবলই-পাসপোর্টই নয়, ই-ডাটাও হবে জানিয়ে তিনি বলেন, আইন-শৃঙ্খলার উন্নয়নে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো ও আধুনিকায়ন করা হয়েছে।

তিনি বলেন, গত ১০ বছরে ৮১ হাজার নতুন পুলিশ যুক্ত করা হয়েছে। চ্যালেঞ্জ মোকাবেলার যোগ্যতা-দক্ষতায় তারা এগিয়ে যাচ্ছে।

‘মাদক একটি বড় সমস্যা, যা ভয়াবহ অবস্থায় চলে গেছে। মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে আইন সংশোধন করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে। বলা হয় পুলিশ বিনাবিচারে হত্যা করছে। পুলিশ বিনাবিচারে হত্যা করছে না। আমরা মাদক বিক্রেতাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে সাড়া পাচ্ছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জলদস্যু, বনদস্যুর তৎপরতা বন্ধে কাজ চলছে। তারা যেখানেই থাকুক, আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো।

সৌজন্যে- যুগান্তর