আর কেউ এ ছবিটি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। ফলে ফেসবুকের এক ওয়াল থেকে আরেক ওয়ালে ছইয়ে যাচ্ছে ছবিটি। ফেসবুক ব্যবহারকারীরা ছবিটির ক্যাপশনে লিখেছেন ‘ঝড়ের পর বিমানের ঈমান ফিরে এসেছে’।
আবার কেউ কেউ মন্তব্য করছেন, ‘ঝড় তুফান বিপজ্জনক। তবে মাঝে মধ্যে বিনোদনও বটে! ঝড়ের পর বিমানের ঈমান ফিরে এসেছে, এমনটাই দেখাচ্ছে ছবিটি।