Search
Close this search box.
Search
Close this search box.

দিনে বিমান, রাতে ঈমান!

biman-lightingবিমান বাংলাদেশ এয়ালাইনসের সাইনবোর্ডের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। লাইট জ্বালানো ছবিটিতে দেখা যায়, বিমানের ‘বি’ অক্ষরের লাইটের বাতি জ্বলছে না। ফলে সেখানে ঈমান লেখা দেখা যাচ্ছে।

আর কেউ এ ছবিটি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। ফলে ফেসবুকের এক ওয়াল থেকে আরেক ওয়ালে ছইয়ে যাচ্ছে ছবিটি। ফেসবুক ব্যবহারকারীরা ছবিটির ক্যাপশনে লিখেছেন ‘ঝড়ের পর বিমানের ঈমান ফিরে এসেছে’।

আবার কেউ কেউ মন্তব্য করছেন, ‘ঝড় তুফান বিপজ্জনক। তবে মাঝে মধ্যে বিনোদনও বটে! ঝড়ের পর বিমানের ঈমান ফিরে এসেছে, এমনটাই দেখাচ্ছে ছবিটি।