Search
Close this search box.
Search
Close this search box.

তিন মাসে ‘এক লাখের বেশি’ এম সিরিজের স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং

m20দেশের বাজারে গত তিন মাসে এক লাখের বেশি গ্যালাক্সি এম সিরিজের স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। ২৯ মে, বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে স্যামসাং মোবাইল বাংলাদেশের এক কর্মকর্তা জানান, বর্তমানে দেশের বাজারে থাকা গ্যালাক্সি এম সিরিজের দুটি মডেলের হ্যান্ডসেটের বিষয়ে ক্রেতাদের কাছ থেকে তারা অভাবনীয় সাড়া পাচ্ছেন। স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমানের মতে, সাশ্রয়ী মূল্যে অধিক ফিচারের কারণে এই দুই হ্যান্ডসেট ক্রেতাদের নজর কেড়েছে।

জানা গেছে, গ্যালাক্সি এম সিরিজের ডিভাইসগুলোতে রয়েছে ইনফিনিটি-ভি ডিসপ্লে, দীর্ঘ ব্যাকআপ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি এবং ফাস্ট-চার্জিং প্রযুক্তি। গ্যালাক্সি এম২০ ও এম১০- দুটি ডিভাইসেই রয়েছে আল্ট্রা-ওয়াইড ফিচারসমৃদ্ধ ডুয়েল ক্যামরা।

৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসমৃদ্ধ গ্যালাক্সি এম২০-এর দাম ১৫,৯৯০ টাকা এবং ৩৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসমৃদ্ধ গ্যালাক্সি এম১০-এর দাম ১১,৯৯৯ টাকা।

সৌজন্যে- প্রিয়.কম

Facebook
Twitter
LinkedIn
Email