Search
Close this search box.
Search
Close this search box.

imamভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরে আবারো একজন মুসলিমকে জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দেয়ানোর চেষ্টা এবং হেনস্থার অভিযোগ উঠেছে। জানা গেছে, এবার মসজিদের ইমামকে দিয়ে জয় শ্রীরাম বলানোর চেষ্টার পর মারধর করা হয়েছে। এরই মধ্যে এ ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর কেউ এ ঘটনায় যুক্ত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার।

জানা গেছে, মুজাফফরনগরের বাসিন্দা ইমলাকুর রহমান মোটর সাইকেলে চড়ে নিজের গ্রামের দিকে যাচ্ছিলেন। সেসময় কয়েকজন যুবক তার পথ আটকায়। মোটর সাইকেল থেকে টেনে নামিয়ে তাকে মারধর করার অভিযোগ উঠেছে। এমনকি দাঁড়ি কেটে নেয়ার চেষ্টার অভিযোগ করেছেন ওই ইমাম।

ইমামের অভিযোগ, ওই যুবকরা তাকে দিয়ে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করে। বলা হয়, দাড়ি কামানোর পরই তিনি নিজের গ্রামে ঢুকতে পারবেন। মুজাফফরনগর থানায় ইমলাকুর রহমান এরই মধ্যে অভিযোগ দায়ের করেছেন।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের উন্নাও জেলায় চার মাদ্রাসা ছাত্রকে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় বলেও অভিযোগ রয়েছে।