Search
Close this search box.
Search
Close this search box.

ভূমিমন্ত্রীর সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Land-Ministryভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত হু ক্যাং-ইল। রোববার মন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাতে মন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর ডিজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনা রাষ্ট্রদূতকে অবহিত করেছেন বলে ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োনের বাংলাদেশ সফরের আলোকে দুদেশের মধ্যে কৌশলগত,বাণিজ্যিক ও অংশীদারিত্বমূলক সম্পর্ককে আরও নিবিড় করার বিষয়ে বৈঠকে আশা প্রকাশ করেন মন্ত্রী।

chardike-ad

এ সময় বাংলাদেশের দ্রুত শিল্পায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে রাষ্ট্রদূত হু ক্যাং-ইল বলেন, “বাংলাদেশ উন্নয়নের নতুন মডেল হতে পারে।”

রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের বিভিন্ন খাতে কোরিয়া সহায়তা দিয়ে যাচ্ছে এবং উন্নয়নের জন্য আরও সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।”