Search
Close this search box.
Search
Close this search box.

২৯৯ যাত্রী নিয়ে শাহজালালে সৌদি বিমানের জরুরি অবতরণ

saudi-airlineচীন থেকে সৌদি আরবে যাওয়ার সময় একটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

সোমবার সন্ধ্যায় চীনের গুয়াংজু থেকে সৌদি আরবের রিয়াদগামী সৌদি এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭-৯ এর একটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

chardike-ad

চীনের গুয়াংজু থেকে ২৯৯ জন যাত্রী নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ২৩ মিনিটে সৌদি এয়ারের ফ্লাইটটি ছেড়ে আসে। ফ্লাইটটি রিয়াদে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় অবতরণের কথা ছিল।

পাইলট ও কেবিন ক্রুসহ ২৯৯ জন যাত্রী নিয়ে বাংলাদেশ সীমার কাছে আসার পর উড়োজাহাজের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে পাইলট ঢাকার শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এএইচএম তৌহিদ-উল আহসান জানিয়েছেন, পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত জানানোর পরই আমরা সব ধরনের প্রস্তুতি নেই। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সৌদির বিমানটি নিরাপদে অবতরণ করে।