শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ অক্টোবর ২০২৫, ৬:০৫ অপরাহ্ন
শেয়ার

প্রতিবাদকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনা: প্রেস সচিব


Shafiqul Alam

দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিগত আমলে শেখ হাসিনা সরকার ভিন্নমত প্রকাশ বা প্রতিবাদ করাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা ছিল মারাত্মকভাবে সীমিত ছিল।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, ‌‘১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান যে বাকশালের ধারণা দিয়েছিলেন, শেখ হাসিনা সেটিই কার্যত বাস্তবায়ন করেছেন। তখন সব গণমাধ্যম একই সুরে সরকারের পক্ষে কথা বলত—নয়া দিগন্তসহ হাতে গোনা কয়েকটি সংবাদমাধ্যম ছাড়া।’

তিনি বলেন, ‌‘গণমাধ্যম একটি জাতির চেতনা ও গণতন্ত্রের জন্য অপরিহার্য। অথচ সেই সময়ে ইংরেজি সংবাদপত্রগুলো পর্যন্ত সরকারের সমালোচনা করতে ভয় পেত। দমন–পীড়নের গল্পগুলো ইংরেজি মাধ্যমে তুলে ধরা দরকার ছিল, কিন্তু কেউ সে সাহস দেখায়নি।’

প্রেস সচিব আরও বলেন, ‌‌‌‘আমাদের সমাজে তখন একটি নির্দিষ্ট বয়ান বা ন্যারেটিভ চাপিয়ে দেওয়া হয়েছিল। অথচ প্রতিবাদ করা ন্যায়েরই অংশ—কিন্তু শেখ হাসিনার শাসনে সেটি অপরাধে পরিণত হয়েছিল। ইতিহাসের এই বাস্তবতাগুলো লিপিবদ্ধ করা আমাদের নৈতিক দায়িত্ব।’