
প্রেস সচিব শফিকুল আলম ।। ফাইল ফটো
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলকে নিয়ে বির্তকের মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, এবারের দলটি লক্ষ্যনির্ভর ও পরিশ্রমী। দলটির সদস্য সংখ্যা ৬২, যা গত বছরের ৫৭ জনের তুলনায় সামান্য বেশি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে প্রেস সচিব শফিকুল আলম বলেন, টিআইবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টের ভিত্তিতে তথ্য যাচাই না করেই দাবি করেছে যে প্রতিনিধিদলের সদস্য সংখ্যা ১০০ জনের বেশি। কিন্তু বাস্তবে সংখ্যাটি অনেক কম। টিআইবি দীর্ঘদিন ধরে স্বচ্ছতার পক্ষে কাজ করছে এবং একটি মর্যাদাপূর্ণ নাগরিক সমাজ সংগঠন। তবে যাচাই করা তথ্যের পরিবর্তে গুজব ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভুয়া তথ্যের ওপর নির্ভর করে জনসম্মুখে বিবৃতি দেওয়া হতাশাজনক।
গত পাঁচ দিনে প্রতিনিধিদলের সদস্যরা অন্তত এক ডজন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। এর মধ্যে ছয়জনেরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। মূল উদ্দেশ্য ছিল—আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জনগণের স্বার্থ তুলে ধরা এবং কৌশলগত ইস্যুগুলোতে সক্রিয় ভূমিকা রাখা।
প্রতিনিধিদলের প্রায় এক-তৃতীয়াংশই নিরাপত্তা কর্মী। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কাজ করছেন। আওয়ামী লীগ সমর্থকদের কাছ থেকে ক্রমাগত হুমকির প্রেক্ষাপটে এই নিরাপত্তা অত্যন্ত জরুরি বলে সরকার মনে করছে। অনেক নিরাপত্তা কর্মকর্তা প্রতিদিন ১৬ ঘণ্টার শিফটে কাজ করলেও নিরাপত্তা ব্যবস্থা এখনো চ্যালেঞ্জের মুখে।
সরকার স্বীকার করছে, প্রতিনিধিদলের আকার নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, বিভিন্ন মহল সচেতনভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং জুলাই গণঅভ্যুত্থানকে বিকৃতভাবে উপস্থাপন করছে। আওয়ামী লীগ ও তাদের মিত্ররা বিপুল অর্থ ব্যয় করে আন্তর্জাতিক মহলে মিথ্যা তথ্য ছড়াচ্ছে ও লবিং চালাচ্ছে বলে সরকারের অভিযোগ।
প্রতিনিধিদলে এমন কয়েকজন সদস্য রয়েছেন যারা ৩০ সেপ্টেম্বর আসন্ন রোহিঙ্গা সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেবেন। রোহিঙ্গা সংকটকে সরকার এখনো অন্যতম প্রধান মানবিক ও নিরাপত্তা ইস্যু হিসেবে দেখছে।
এছাড়া, তিনটি রাজনৈতিক দলের নেতাদেরও এই সফরে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের সহায়তার জন্য কিছু কর্মকর্তা প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত হয়েছেন।































