ঢাকা থেকে নির্ধারিত সময়ে রওনা হয়ে ইতালির রোমে পৌঁছায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৫ ফ্লাইট। রোমে যাত্রী নামিয়ে পুনরায় ঢাকায় ফেরার প্রস্তুতি চলছিল। ঢাকার যাত্রীরাও উড়োজাহাজে উঠে বসেন ঠিক সময়ে। কিন্তু ফ্লাইট ছাড়তে বিলম্ব হয় প্রায় চার ঘণ্টা।
যাত্রীরা প্রথমে ফ্লাইট বিলম্বের কারণ না জানলেও পরে জানা যায়, ঢাকা থেকে রোমে যাওয়ার সময় এক যাত্রীর লাগেজে রাখা ১১টি কাঁচা ইলিশ মাছ পচে দুর্গন্ধ ছড়ায়। সেই সঙ্গে আরও কয়েকজন যাত্রীর রান্না করা খাবার থেকেও তেল গড়িয়ে বিমানবন্দরের বেল্টে পড়ে। লাগেজগুলো রোমের ফিউমিচিনো বিমানবন্দরের ব্যাগেজ বেল্টে ওঠানোর পর তীব্র দুর্গন্ধের পাশাপাশি দেখা যায় তেলাপোকা ও অন্যান্য পোকামাকড়।
এ ঘটনায় রোম বিমানবন্দর কর্তৃপক্ষ তৎক্ষণাৎ ব্যাগেজ ডেলিভারি বন্ধ করে দেয় এবং বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ জীবাণুনাশক কার্যক্রম শুরু করে। প্লেনের ব্যাগেজ কনটেইনার পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে সময় লাগে প্রায় চার ঘণ্টা।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৯ জুলাই)। এরপর বৃহস্পতিবার (৩১ জুলাই) বিষয়টি জানিয়ে বিমানের রোম স্টেশন ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান একটি চিঠি পাঠান ঢাকায় বিমানের সদর দপ্তরে। সেখানে যাত্রী ও ব্যাগেজ গ্রহণে আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।
রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইটটির ছাড়ার কথা থাকলেও, জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া শেষে রাত ১১টা ১৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। এই পুরো সময়টিতে যাত্রীরা উড়োজাহাজের ভেতরেই অপেক্ষা করেন।
































