Search
Close this search box.
Search
Close this search box.

সিউলে দিনব্যাপী স্বাধীনতা দিবস উৎযাপন

সিউল, ৩১ মার্চ ২০১৪:

গতকাল দিনব্যাপী স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া। সিউলে কোরিয়া একচেঞ্জ ব্যাংকের হেড অফিসের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও কবিতা প্রতিযোগিতা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

chardike-ad

এবার অন্যরকম এক স্বাধীনতা দিবস উৎযাপন করলো কোরিয়া প্রবাসীরা। এলাকাভিত্তিক স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন হলেও এবার সিউলে কেন্দ্রীয়ভাবে স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বিসিকে। কোরিয়ার বিভিন্ন শহর থেকে প্রবাসীরা যোগ দেন।

সকালে প্রথম অধিবেশনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ এনামুল কবীর। তিনি কোরিয়া প্রবাসীদের স্বাধীনতা যুদ্ধের গল্প শোনান। দেশের উন্নয়নে কোরিয়া প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান তিনি। বিসিকে সাধারণ সম্পাদক এম এন ইসলামের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিসিকে সভাপতি আবুবকর সিদ্দিক রানা।

bck 26বিশেষ অতিথির বক্তব্যে কোরিয়ার সাবেক এমপি বাংলাদেশ কোরিয়া পার্লামেন্টারী ফ্রেন্ডশীপ এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান কিম ছুং হোয়ান। তিনি বাংলাদেশকে কোরিয়ার অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করেন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিব জাহিদুল ইসলাম ভুঁইয়া , বিসিকে কার্যকরী কমিটির সদস্য আরিফুল ইসলাম, ডঃ ওয়াদুদ আহমেদ, মনির হোসাইন,ডঃ জালাল আহমেদ, মোঃ আল আমিন, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে মিজানুর রহমান মিজানের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কোরিয়া প্রবাসী শিল্পীরা। গান আবৃত্তির পাশাপাশি মুক্তিযুদ্ধ নিয়ে কোরিয়া প্রবাসীদের অংশগ্রহণে একটি নাটক পরিবেশন করা হয়। বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করেন কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ এনামুল কবীর।