Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশ উৎসবে নিয়ে কোরিয়া প্রবাসীদের ব্যাপক আগ্রহ

সিউল, ২ জুন ২০১৪:

আগামী রোববার সিউলে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোরিয়ায় বাংলাদেশীদের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ উৎসব। ছুটির দিন হওয়ায় এই উৎসবে অংশ নিবেন হাজার হাজার বাংলাদেশী। উৎসবের প্রধান আকর্ষণ বাংলাদেশ থেকে আসা সুবীর নন্দী, শখ, সোহেল রহমানসহ অন্যান্য শিল্পীরা। অনেক বাংলাদেশীকে একসাথে দেখার সুযোগ হাতছাড়া না করতেও উৎসবে যোগ দিবেন অনেকেই।

chardike-ad

1669731_10202839301237442_1150973450676686346_o

বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (বিসিকে) উৎসবকে সফল করতে সকল ধরণের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। উৎসবকে সফল করতে বিভিন্ন উপকমিঠি গঠন করা হয়েছে।বিসিকে সভাপতি আবুবকর সিদ্দিক রানা জানিয়েছেন কোরিয়া প্রবাসীদের এই প্রাণের মেলাকে সফল করতে বিসিকে সবধরণের প্রস্তুতি নিবে। তিনি বলেন উৎসবে যোগ দিতে কোন কুপন বা ফি দিতে হবেনা। তবে যেকেউ কুপন কিনে র‍্যাফেল ড্রতে অংশ নিতে পারবেন।

বাংলাদেশ দূতাবাসের সহায়তায় বিসিকে সিউল এবং বুসানে এই উৎসব আয়োজন করতে যাচ্ছে।