Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ার ৯ লাখ কর্মী প্রয়োজন

একদিকে দেশের জনসংখ্যা কমছে, অন্যদিকে অর্থনৈতিক মন্থরতা থামাতে কোরিয়ান সরকারকে আগামী এক দশকের মাঝে ৯ লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। শুক্রবার সরকারি এক মিটিংয়ে ‘কোরিয়া এমপ্লয়মেন্ট ইনফরমেশন সার্ভিস’ এর এক প্রতিবেদনকে উদ্বৃত করে এ মন্তব্য করেন দেশটির উপ শ্রমমন্ত্রী লি সুং-হী।

প্রতিবেদনে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা সমস্যার কথা উঠে এসেছে। প্রতিবেদনেটিতে উঠে এসেছে একদিকে বৃদ্ধ জনসংখ্যার উর্ধ্বগতি অন্যদিকে নিম্নমুখী জন্মহার সরাসরি দেশটির শ্রমবাজারে প্রভাব ফেলবে।

chardike-ad

প্রতিবেদনে উঠে এসেছে চাইল্ড কেয়ার, স্বাস্থ্য কল্যাণ, তথ্য ও যোগাযোগ, বৈজ্ঞানিক প্রযুক্তির মত খাতগুলোতে কর্মীর চাহিদা বাড়বে। এই বিশ্লেষণের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে ২০৩২ সালের শেষ নাগাদ প্রত্যাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দেশে আরও ৮৯৪০০০ শ্রমিকের প্রয়োজন৷

লী বলেন,”আমরা নমনীয় কাজের প্রোগ্রামগুলি বাড়াবো। পাশাপাশি চাইল্ড কেয়ারের যত্ন বৃদ্ধির মাধ্যমে চাকরি পরিবর্তনে সাপোর্ট দিব। তিনি আরো বলেন,”স্বল্পমেয়াদে আমরা উপযুক্ত পদে দক্ষ কর্মীদের রাখার চেষ্টা করবো।

তিনি বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট এবং তাদের বাসস্থান স্থাপনে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন।