Search
Close this search box.
Search
Close this search box.

নির্বাচন পর্যবেক্ষণে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন সিইসি

awalদক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী ৪ এপ্রিল দেশটির রাজধানী সিউলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তাঁর। এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) উপসচিব মোঃ শাহ আলম এ সংক্রান্ত একটি চিঠি চীফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়, আগামী ৪ থেকে ১২ এপ্রিল দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন সিইসি। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন ইসি সচিব মোঃ জাহাঙ্গীর আলম এবং সিইসির একান্ত সচিব মোঃ রিয়াজ উদ্দিন।

chardike-ad

জানা গেছে, রিপাবলিক অব কোরিয়ার ন্যাশনাল ইলেকশন কমিশন (এনইসি) দেশটির ২২তম ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের সিইসিকে  আমন্ত্রণ জানানোয় প্রধান নির্বাচন কমিশনার দেশটিতে যাচ্ছেন। এক্ষেত্রে আন্তর্জাতিক বিমান ভাড়া, থাকা-খাওয়া এবং স্থানীয় যাতায়াতের ব্যয় বহন করবে এনইসি কর্তৃপক্ষ। আর অন্যান্য ব্যয় বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন পর্যবেক্ষণ শেষে আগামী ১৩ এপ্রিল সিইসির দেশে ফেরার কথা রয়েছে।

এর আগেও বাংলাদেশ নির্বাচন কমিশন দক্ষিণ কোরিয়ায় নির্বাচন পর্যবেক্ষণে গিয়েছিলেন দেশটির ন্যাশনাল ইলেকশন কমিশন (এনইসি)-এর খরচে। তেমনভাবে বাংলাদেশেও নির্বাচন কমিশন এনইসিকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়েছে অনেকবার।