Search
Close this search box.
Search
Close this search box.

বুসান সামিটে ব্রুনেই সুলতানের বিলাসিতা

brunaiসম্প্রতি বুসানে শেষ হওয়া দুই দিন ব্যাপী এশিয়ান-কোরিয়া সামিটে যোগ দিয়েছেন ব্রুনেই সুলতান হাসানাল বলকিয়াহ। পৃথিবীর অন্যতম সেরা এই ধনী রাষ্ট্রনেতা সামিটে যোগ দিয়েছিলেন এক বিশাল বহর নিয়ে। ১২জন প্রিন্স এবং প্রিন্সেস নিয়ে সামিটে যোগ দেওয়া বহরের জন্য ভাড়া করা হয়েছিল বুসানের বিলাসবহুল একটি পাঁচ তারকা হোটেলের প্রায় অর্ধেকটা। হোটেলের একজন মূখপাত্র চমকপ্রদ এই তথ্য দেন।

হোটেলের মুখপাত্র বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় কয়েক মাস পূর্বেই সুলতানের অবস্থান সম্পর্কে আমাদের জানিয়েছিল”। কিন্তু ঠিক কয়টি কক্ষ ব্রুনেই রাজা নিয়েছেন সেই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। তবে জানা যায়, হোটেলের ১ শ’ ১৯ টি কক্ষ আগত অতিথিদের জন্য নিবন্ধিত করা হয়েছে। আর ৬ শত ৫৪ স্কয়ার মিটার আয়তন বিশিষ্ট যে কক্ষে সুলতান ছিলেন তার প্রাত্যহিক খরচ ১০ মিলিয়ন উওন।

chardike-ad

১৯৬৭ সালে ক্ষমতায় বসা হাসানাল বলকিয়াহ বিশ্বের অন্যতম দীর্ঘমেয়াদী রাজা। প্রায় সে পৃথিবীর ধনী ব্যক্তির তালিকায় প্রথম স্থান অধিকার করেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৪০ বিলিয়ন মার্কিন ডলার।