Search
Close this search box.
Search
Close this search box.

৯০ শতাংশ কোরিয়ান গাড়ি চালক মোবাইলে বার্তা বিনিময় করেন

প্রতি দশজনে ৯ জন কোরিয়ান গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে বার্তা আদানপ্রদান করেন। হুন্দাই ইন্স্যুরেন্স রিসার্চ সেন্টারের এক সাম্প্রতিক সমীক্ষায় এমন তথ্য পাওয়া গেছে। ২০ বছর বা তদূর্ধ্ব বয়সী ১ হাজার মানুষের উপর এই জরিপ চালানো হয়।

TextingDrivingসমীক্ষার ফল অনুসারে ২০ থেকে ২৯ বছর বয়সীদের ৯২.৭ শতাংশ, ৩০ থেকে ৩৯ বছর বয়সীদের ৯৪ শতাংশ, ৪০ থেকে ৪৯ বছর বয়সীদের ৯৪.২ শতাংশ ও ৫০ থেকে ৫৯ বছর বয়সীদের শতকরা ৯০.৩ জন জানিয়েছেন তাঁরা চালকের আসনে বসে মোবাইলে বার্তা পাঠান অথবা অন্য কারও পাঠানো বার্তা পড়েন। তবে এদের ৭০ শতাংশই দাবী করেছেন এ কাজটি তাঁরা করেন ট্র্যাফিক সিগন্যালে অপেক্ষমান অবস্থায়।

chardike-ad

কোরিয়ায় গাড়ি চালানোর সময় এ ধরণের কর্মকাণ্ড এখনও পর্যন্ত ‘বেআইনি’ নয়। তবে বিশেষজ্ঞদের আশংকা এর ফলে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার সূত্রপাত হতে পারে।

কোরিয়ান আইন অনুসারে চলন্ত গাড়ির চালক টিভি, ভিডিও প্রভৃতি দেখলে বা সেলফোন ব্যবহার করলে বাহনের আকার অনুযায়ী ৭০ হাজার উওন পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে পারে।