Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বের সবচেয়ে কুৎসিত কিছু প্রাণী!

blob-fishব্লবফিশ
প্রাণীদের বাঁচাতে তাদের ব্যাপারে সবাইকে সচেতন করা দরকার৷‘আগলি অ্যানিমেল প্রিজারভেশন সোসাইটি’, অর্থাৎ ‘কুৎসিত প্রাণী সংরক্ষণ সমিতি’ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়৷ কয়েকজন মিলে হাসির নাটক করে দর্শকদের আনন্দ দেয়ার পাশাপাশি সচেতনতা বাড়ানোর কথাগুলোও শোনায়৷ সবচেয়ে কুৎসিত প্রাণী নির্বাচনের জন্য ভোটেরও আয়োজন করে সংগঠনটি৷ গত বছর বিশ্বের সবচেয়ে কুৎসিত প্রাণী নির্বাচিত হয়েছে অস্ট্রেলিয়ার এই ব্লবফিশ৷

kakapo-fishনিউজিল্যান্ডের কাকাপো
বিশ্বে যত টিয়াপাখি আছে তার মধ্যে শুধু এই কাকাপো-ই উড়তে পারে না৷ নিউজিল্যান্ডে এখনো চোখে পড়ে এই পাখি৷ মূলত সে দেশের মানুষদের ভোটের জোরেই বিশ্বের দ্বিতীয় সবচেয়ে কুৎসিত প্রাণীর ‘সম্মান’ পেয়েছে এই টিয়া৷

chardike-ad

exolotal-fishডাঙারও মাছ ‘অ্যাক্সোলোটল’
‘অ্যাক্সোলোটল’ মাছ শুধু পানিতেই ভেসে বেড়ায় না, দরকার হলে ডাঙায় উঠেও ঘুরে বেড়ায়৷ ‘আগলি অ্যানিমেল প্রিজারভেশন সোসাইটি’-র অনুষ্ঠানে দর্শকরা তাঁদের এলাকায় এখনো টিকে আছে এমন কোনো প্রাণীকে ভোট দেন এবং ভোটে না জিতলেও সেই প্রাণীকেই সে এলাকার ‘ম্যাস্কট’-এর স্বীকৃতি দেন৷ ভোটে ‘সেকেন্ড রানারআপ’, অর্থাৎ বিশ্বের তৃতীয় সবচেয়ে কুৎসিত প্রাণী নির্বাচিত হয়েছে ‘অ্যাক্সোলোটল’৷ মেক্সিকোর ম্যাস্কটও এটি৷

titikakaঅদ্ভুত ব্যাঙ টিটিকাকা
গায়ে খুব বেশি চামড়া আর চামড়াগুলো কেমন ঝুলে ঝুলে থাকে বলে এ ধরণের ব্যাঙকে বলা হয়, ‘স্ক্রোটাম ফ্রগ’৷ এদের দেখলে কারো কারো ‘অণ্ডকোষের থলে’র কথা মনে পড়ে বলেই নাকি এমন নামকরণ! এটা এখন উইনচেস্টারের ম্যাস্কট৷ ভোটে চতুর্থ স্থান পেয়েছে৷

banor‘ডাচম্যান’ বানর
একসময় ইন্দোনেশিয়া ছিল নেদারল্যান্ডসের উপনিবেশ৷ এখন সে দেশে ডাচদের শাসন নেই, কিন্তু এই বানরগুলো আছে৷ বোর্নিও দ্বীপে এখনো দেখা যায় এদের৷ এদের নাকটা বেশ বড়, যা দেখতে অনেকটা হাতির শুঁড়ের মতো৷ কিন্তু ইন্দোনেশিয়ার মানুষ এদের ডাকে ‘ডাচম্যান’ বলে৷ ডাচদের নাকও নাকি এরকম!

dugonডুগং
জলজ এই প্রাণীগুলো স্তন্যপায়ী৷ ব্রিটেনের নিউক্যাসল এলাকার ম্যাস্কট হয়েছে এটি৷ ডুগং-রা খুব বেশি সন্তানের জন্ম দেয় না বলে বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কাও বেশি৷

catযাদের কখনো ক্যানসার হয় না
পূর্ব আফ্রিকার এই ইঁদুরগুলো গড়ে ৩১ বছরের মতো বাঁচে৷ সুতরাং এদের বিলুপ্তির ভয়টা তুলনামূলকভাবে কম৷ কিন্তু ‘কুৎসিত প্রাণী সংরক্ষণ সমিতি’-এর কাছে কুৎসিত চেহারা এবং আরো কিছু বিষয়ও গুরুত্বপূর্ণ৷ তাই খুব গুরুত্ব পায় না এমন সব প্রাণীকেই বাঁচিয়ে রাখার চেষ্টা করছে সংস্থাটি৷ এই ইঁদুরের নাকি কখনো ক্যানসার হয়না৷ ব্রিটেনের ব্রাইটন এলাকার ম্যাস্কট এটি৷(ডয়েচেভেলে)