Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাষ্ট্রকে কড়া জবাব উত্তর কোরিয়ার

north korea USA

মার্কিন আগ্রাসনের কড়া জবাব দিয়েছে উত্তর কোরিয়া। পরমাণু অস্ত্রের পিছনে ওয়াশিংটনের ছুটে চলার সমালোচনা করে উত্তর কোরিয়া বেলেছে, এজন্য যুক্তরাষ্ট্রকে কল্পনাতীত খারাপ পরিণতি ভোগ করতে হবে।

chardike-ad

জাতিসংঘের সাধারণ অধিবেশনে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে আমাদের পরমাণু হুমকি দিচ্ছে তাতে পরমাণু অস্ত্র ব্যবহার ব্যতিত আমাদের আর কোন পথ নেই।

রি এমনসময়ে  এ মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্র ও এশিয়ার দেশগুলো নিউইয়র্কে জড়ো হচ্ছিল এ অঞ্চলের বিভিন্ন ধরনের হুমকির প্রসঙ্গে কথা বলার জন্য। বলা বাহুল্য, গত সপ্তাহে উ. কোরিয়া তাদের এ যাবৎ কালের শক্তিশালী পরমাণু পরীক্ষা চালিয়েছে।

উত্তর কোরিয়ার নিয়মিত পরমাণু পরীক্ষা এবং এর পরমাণুপ্রীতি এ অঞ্চলকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।