north korea USA

মার্কিন আগ্রাসনের কড়া জবাব দিয়েছে উত্তর কোরিয়া। পরমাণু অস্ত্রের পিছনে ওয়াশিংটনের ছুটে চলার সমালোচনা করে উত্তর কোরিয়া বেলেছে, এজন্য যুক্তরাষ্ট্রকে কল্পনাতীত খারাপ পরিণতি ভোগ করতে হবে।

chardike-ad

জাতিসংঘের সাধারণ অধিবেশনে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে আমাদের পরমাণু হুমকি দিচ্ছে তাতে পরমাণু অস্ত্র ব্যবহার ব্যতিত আমাদের আর কোন পথ নেই।

রি এমনসময়ে  এ মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্র ও এশিয়ার দেশগুলো নিউইয়র্কে জড়ো হচ্ছিল এ অঞ্চলের বিভিন্ন ধরনের হুমকির প্রসঙ্গে কথা বলার জন্য। বলা বাহুল্য, গত সপ্তাহে উ. কোরিয়া তাদের এ যাবৎ কালের শক্তিশালী পরমাণু পরীক্ষা চালিয়েছে।

উত্তর কোরিয়ার নিয়মিত পরমাণু পরীক্ষা এবং এর পরমাণুপ্রীতি এ অঞ্চলকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।