Search
Close this search box.
Search
Close this search box.

গ্রেফতার হতে পারেন স্যামসাং প্রধান

lee jae yong

গ্রেফতার হতে পারেন কোরিয়ার ক্ষমতাশালী ব্যবসায়ী স্যামসাং প্রধান লি জে ইয়ং। আজ রবিবার লি’কে গ্রেফতার করা হবে কিনা সিদ্ধান্ত নেওয়া কথা থাকলে তদন্ত টিম সতর্কতা অবলম্বনের জন্য একদিন সময় নিয়েছে বলে জানিয়েছে। বিস্তারিত জানাতে অপারগতা জানালেও আগামীকাল গ্রেফতার করা হবে কিনা সিদ্ধান্ত জানানোর ঘোষণা দিয়েছেন তদন্ত দলের মুখপাত্র লি খিউ ছুল। কোরিয়ান মিডিয়াতে দিনভর আলোচনায় ছিলো লি’কে গ্রেফতারের সংবাদ। গ্রেফতারের পক্ষেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সিদ্ধান্ত হতে পারে বলে আভাস দিয়েছে কোরিয়ান মিডিয়া।

chardike-ad

বৃহস্পতিবার এবং শুক্রবার ২২ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় স্যামসাং এর ভাইস চেয়ারম্যান লি জে ইয়ং। জিজ্ঞাসাবাদে প্রেসিডেন্ট পার্কের চাপে মিরে এবং কে স্পোর্টস ফাউন্ডেশনকে ডোনেশন দিয়েছেন বলে জানিয়েছিলেন। এই দুইটি ফাউন্ডেশনে স্যামসাং ১৬.৫ বিলিয়ন উওন ডোনেশন দেয়। তাছাড়া ছোয়ে সুন সিলের আরো কয়েকটা কোম্পানীতে স্যামসাং এর অর্থ প্রদানের প্রমাণ পাওয়া গেছে।