Search
Close this search box.
Search
Close this search box.

korea-gemnesianদক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ব্যায়ামাগারে (জিমনেশিয়াম) গান বাজানোয় বিধিনিষেধ জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। সিউলসহ পার্শ্ববর্তী অঞ্চলের সকল জিমে ১২০ বিপিএম (বিটও পার মিনিট) টেম্পোর বেশি বিট রেটের কোনো গান বাজাতে নিষেধ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মূলত মহামারি করোনার সংক্রমণ ঠেকাতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। গানের পাশাপাশি ট্রেডমিলেও জোরে দৌড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জিমে থাকা ট্রেডমিলের ক্ষেত্রে সর্বোচ্চ ঘণ্টাপ্রতি ৬ কিলোমিটার গতিবেগ নির্ধারণ করে দেয়া হয়েছে।

chardike-ad

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, জিম ব্যবহারকারীদের দ্রুত শ্বাস-প্রশ্বাস ঠেকাতে এবং ঘাম ছড়ানো থেকে বিরত রাখতেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। রোববারও দেশটিতে ১১০০ নতুন রোগী শনাক্ত হয়েছে। শুক্রবারও দেশটির প্রধানমন্ত্রী কিম বো-কিয়ুম এক সতর্কবার্তা দিয়ে বলেন, দেশ এখন সর্বোচ্চ সংকটে পৌঁছে গেছে।

সূত্র : বিবিসি