আগামী জুনে অনুষ্ঠতব্য সিউল মেয়র নির্বাচনে প্রার্থীতার ঘোষণা দিয়েছে আন ছল সু। বারুন মিরে পার্টির অন্যতম প্রধান নেতা আন ছল সু গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন। সেখানে তৃতীয় অবস্থানে ছিলেন। ২০১১ সালে তিনি রাজনীতিতে আসার আগে তরুণদের কাছে আইকন ছিলেন। রাজনীতিতে আসার পর আকাশচুম্বী সমর্থন থাকলেও ক্রমেই তা কমতে থাকে।
২০১১ সালে সিউলের মেয়র নির্বাচনের সময় জরিপে এগিয়ে থাকা স্বত্বেও বর্তমান মেয়র পার্ক উওন সুনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করেছিলেন। এবারের নির্বাচনে তৃতীয়বারের মত নির্বাচন করবেন পার্ক উওন সুন।
আজ প্রার্থী হিসেবে ঘোষণার সময় তিনি বলেন ‘আমি বিশ্বাস করি সিউল পরিবর্তন হলে দক্ষিণ কোরিয়া পরিবর্তন হবে। আমি ইনোভেটিভ সিউল সিটি করার পরিকল্পনা নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই’।
বাংলা টেলিগ্রাফ/স্বপ্নকল্পন