Search
Close this search box.
Search
Close this search box.

জুলাই থেকে চালু হচ্ছে যাত্রীবাহী ড্রোন

base_1487159492-dubai01

আসছে জুলাই থেকেই বিশ্বের প্রথম যাত্রীবাহী ড্রোন পরিসেবা চালু হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের বিলাসবহুল শহর দুবাই কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

chardike-ad

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে শহরের সড়ক ও পরিবহন সংস্থার পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। সংস্থার প্রধান মাত আল তায়ের জানান, চীনের তৈরি ই-হাং ১৮৪ মডেলের ড্রোনটি ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করেছে।

এই ড্রোন সর্বোচ্চ একশ কেজির একজন যাত্রী বহন করতে পারে এবং এর উড্ডয়ন সময় ৩০ মিনিট।

চালকবিহীন সম্পূর্ণ স্বয়ংক্রিয় এ যানে রয়েছে একটি টাচস্ক্রিন যেখানে যাত্রী তার গন্তব্য নির্ধারণ করে দিতে পারবেন।

সরকারের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, অটো-পাইলট ব্যবস্থার এই ড্রোন পরিসেবার জন্য রয়েছে একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টার।

এই ড্রোনের সর্বোচ্চ গতি ঘণ্টায় একশ মাইল এবং একবার ব্যাটারি চার্জ দিলে ৩১ মাইল পথ পাড়ি দিতে পারে।

২০১৬ সালের জুনে যুক্তরাষ্ট্রের নেভাডাতে পরীক্ষামূলক উড্ডয়নে পাস করেছে এই ড্রোন।

সূত্র: বিবিসি