Search
Close this search box.
Search
Close this search box.

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ এগিয়ে নেয়ার সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ার

south-koreaদক্ষিণ কোরিয়া নতুন করে দু’টি পারমাণবিক চুল্লি নির্মাণের কাজ এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিগত কয়েক মাস ধরে উত্তপ্ত বিতর্কের পর শুক্রবার তারা এ সিদ্ধান্ত নিলো। খবর এএফপি’র।

খবরে বলা হয়, স্টেট কমিশন দেশটির উত্তরপূর্বাঞ্চলয় উলসান নগরীর কাছের শিন কোরি-৫ ও শিন কোরি-৬ পারমাণবিক চুল্লি নির্মাণের কাজ শেষ করার সুপারিশ করেছে।

chardike-ad

কমিশনের চেয়ারম্যান কিম জি-হিউন এক বিবৃতিতে বলেন, ‘আমরা এ দুটি পারমাণবিক চুল্লির কাজ পুনরায় শুরু করার সুপারিশ করেছি।’ চুল্লি দুটির ৩০ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার পর গত জুলাই মাসে এসবের নির্মাণ কাজ স্থগিত করা হয়। নিরাপত্তা উদ্বেগের কারণে এ নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে চুল্লি দুটির নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়।

সরকার ইতোমধ্যে জানিয়ে দেয় যে এ দুটি পারমাণবিক চুল্লির নির্মাণের ব্যাপারে কমিশন যে সুপারিশ করবে তা সরকার মেনে নেবে। উল্লেখ্য, চুল্লি দুটি নির্মাণে ইতোমধ্যে ১শ’ ৪০ কোটি ডলার ব্যয় করা হয়েছে।