বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৮ জুন ২০২৫, ৮:১৯ পূর্বাহ্ন
শেয়ার

চীন সফর ‘সফল’ হয়েছে: দেশে ফিরে ফখরুল


fakrulচার দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল। শুক্রবার (২৭ জুন) রাত ১০টা ৪০ মিনিটে চায়না এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরের গেটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, “সফরটি মূলত রাজনৈতিক উদ্দেশ্যে ছিল। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-এর আমন্ত্রণে আমরা চীন গিয়েছিলাম এবং সফরটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।”

তিনি বলেন, “চীনে আমাদের সিপিসির চেয়ারম্যান ও সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের ৩০ জন নেতার সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। এছাড়া, সিপিসির দুই মন্ত্রীর সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “গত কয়েক বছরে চীন অর্থনীতি, রাজনীতি ও সামাজিক উন্নয়নের দিক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে দেশটি আজ বিশ্বরাজনীতিতে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।”

তিনি জানান, “সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে সিপিসি, এবং তার নেতৃত্বকে তারা ইতিবাচকভাবে গ্রহণ করেছে। আমরা চীনা প্রতিনিধিদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি, যা তারা গ্রহণ করেছেন। এছাড়া, আগামী দুই বছরের জন্য একটি রাজনৈতিক সংলাপ পরিচালনার বিষয়ে আলোচনা হয়েছে।”

বিএনপি মহাসচিবের সাথে দেশে ফেরেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ইসমাঈল জবিউল্লাহ্, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

এর আগে গত রোববার রাতে দলের মহাসচিবের নেতৃত্বে চীন সফরে যায় নয় সদস্যের বিএনপি প্রতিনিধি দলটি।