
দেশের সাম্প্রতিক সময়ের হত্যা ও নৈরাজ্যকারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যারা ‘মব’ তৈরি করছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না?
শনিবার (১২ জুলাই) রাজধানীর গুলশানে লেক শোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তারেক রহমান বলেছেন, গতকালের (মিটফোর্ডের) ঘটনায় আমরা খুব আশ্চর্যভাবে লক্ষ্য করেছি, যাকে আমরা ভিডিওতে দেখলাম হত্যা করছে, হত্যাকারীকে সরকার এখনো গ্রেফতার করেনি কেন?
তারেক রহমান বলেন, “এখন সময় এসেছে বিশ্লেষণ করার—কে বাংলাদেশের পক্ষে, আর কে নয়। কেবল আজ নয়, গতকাল, গত সপ্তাহ, এমনকি গত ৫০ বছরেও কারা এই দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দাঁড়িয়েছে—সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। আমাদের বুঝতে হবে, প্রকৃত দেশপ্রেমিক কারা।”
অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বরাবর বলেছি, অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না। কাজেই সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা, নিরাপত্তা দেওয়া।’
তিনি আরও বলেন, “সরকার অপরাধীদের গ্রেপ্তার না করে, বরং পরিস্থিতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এটা জনগণের জন্য উদ্বেগজনক।”
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।




































