জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো—না হলে ফিরবো না।”
বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের হামলার পর নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিকেল ৩টা ১৬ মিনিটে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
স্ট্যাটাসে সারজিস লিখেছেন, ‘গোপালগঞ্জে খুনি হাসিনার দালালরা আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কেবল পাশে দাঁড়িয়ে মঞ্চের নাটক দেখেছে, কোনো দায়িত্ব নেয়নি। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না।’
তিনি দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, সারা দেশের মানুষ, গোপালগঞ্জের বিবেকবান ছাত্র-জনতা—আপনাদের জেগে উঠতে হবে। আজই সময়, দালালচক্রের কবর রচনার দিন আজই শেষ দিন।
প্রসঙ্গত, এনসিপির সভা শুরুর আগে দুপুর ১টা ৩৫ মনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে হামলার ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।







































