বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
ডেস্ক রিপোর্ট রাজনীতি ১৮ জুলাই ২০২৫, ৯:৫০ অপরাহ্ন
শেয়ার

আওয়ামী লীগের তওবার সুযোগ আর নেই: হাসনাত আব্দুল্লাহ


'আরেকটি ওয়ান-ইলেভেনের পথ কেউ প্রশস্ত করছে কিনা সতর্কতা প্রয়োজন'
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে দেশের জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়েছে। যাদের জনগণ নিজেই উৎখাত করেছে, তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। গোপালগঞ্জে আমাদের কর্মসূচিতে হামলার পর আওয়ামী লীগের তওবার সুযোগও শেষ হয়ে গেছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় নারায়ণগঞ্জের চাষাড়ার বিজয় স্তম্ভে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের পতন কোনো স্বাভাবিক রাজনৈতিক রূপান্তর ছিল না; এটি হয়েছে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে। কিন্তু এখনো কিছু কথিত বুদ্ধিজীবী সেই আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছেন। বিশেষ করে যারা গোপালগঞ্জে আমাদের ওপর হামলার ঘটনার পরও খুনিদের পক্ষে কথা বলছেন—তারা হয়তো আওয়ামী লীগের ডেডলিস্টে নেই, কিন্তু আমরা আছি।

তিনি আরও বলেন, অনেকের আওয়ামী লীগের সঙ্গে আত্মীয়তা, ব্যবসায়িক সম্পর্ক, কারও কারও জামাই মন্ত্রী। তারা চাইলে ‘সুশীলতা’ দেখাতে পারেন। কিন্তু আমি, হাসনাত আব্দুল্লাহ, আওয়ামী লীগের সঙ্গে কোনো ‘সুশীলতা’ দেখাব না। তাদের পুনর্বাসন আমাদের জন্য মৃত্যুর সমান বিপদ ডেকে আনবে।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং কেন্দ্রীয় সংগঠক আহমেদুর রহমান তনু। তারা সবাই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণআন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।