বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৯ জুলাই ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন
শেয়ার

৭২-এর সংবিধান রেখে সংস্কার সম্ভব নয়: সারজিস


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ৭২-এর মুজিববাদী সংবিধান রেখে দেশে কোনো প্রকৃত সংস্কার সম্ভব নয়।

আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, আমাদের নতুন সংবিধান লাগবে, প্রয়োজন নতুন বিচারব্যবস্থা। আমরা নারীর অধিকার চাই। অভ্যুত্থানের এক জুলাই থেকে আরেক জুলাইতে এসে দাঁড়িয়েছি, কিন্তু এখনও বাংলাদেশ মুজিববাদের কবল থেকে মুক্ত নয়। আমাদের মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু মুজিববাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।

আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, এখনো ভারতীয় দালাল ও মুজিববাদীরা দেশের ভেতরে সক্রিয়। এদের প্রতিহত করতে হবে। আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই একমত হয়ে লড়াই চালিয়ে যাব। তবে কেউ অন্যায় করলে, চাঁদাবাজি করলে—আমরা মুখের ওপর তা বলে দেব।