বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৯ জুলাই ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
শেয়ার

আরামে আছেন দিল্লিওয়ালা: সালাহউদ্দিন


SALAHUDDIN

সালাহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

৫ আগস্টের পর থেকে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি ও প্রতিযোগিতা শুরু হয়েছে, আর আওয়ামী লীগ এর সুযোগ নিচ্ছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দলের মধ্যে এখন লড়াই চলছে, আর মাঝখানে আরামে আছেন দিল্লিওয়ালা (শেখ হাসিনা)।”

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘জুলাই আপরাইজিং অ্যান্ড রিউমার ইন পলিটিকস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস এ আয়োজন করে।

সালাহউদ্দিন বলেন, গণতন্ত্রের সংগ্রামের যে বেদনা, তা যেন ভুলে গেছি আমরা। এখনও নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ জানায়নি, প্রধান উপদেষ্টাও নির্বাচন কমিশনকে নির্দেশনা দেননি। অথচ সবাই পিআর-পিআর করে চিৎকার করছে। আজ একটি দল সমাবেশ করেও পিআরের দাবি তুলেছে। তারা কয়টি আসন পাবে? যদি সোহরাওয়ার্দী উদ্যানই তাদের একমাত্র আসন হয়, তাহলে এক আসনের বেশি কী পাবে?

সালাহউদ্দিন আরও বলেন, দেশে যেখানে মানুষ এখনো ইভিএমেই অভ্যস্ত নয়, সেখানে পিআর পদ্ধতিতে সরকার গঠন কতটা বাস্তবসম্মত? তাতে কি গণতন্ত্র আসবে, না ঝুলন্ত সংসদ? তাদের চিন্তা শুধু কীভাবে অন্যদের ল্যাং মারা যায়।

তিনি সতর্ক করে বলেন, যদি রাজনৈতিক স্বার্থ ত্যাগ করে বৃহত্তর ঐক্য গড়া না যায়, তাহলে বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়। পিআর বা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যেসব দাবি তোলা হচ্ছে, সেগুলোর পেছনে বিভাজনের ফাঁদ লুকিয়ে থাকতে পারে।

জাতীয় নির্বাচন সামনে রেখে সালাহউদ্দিন বলেন, “গুজব, অপপ্রচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে যেভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা নিয়ন্ত্রণে না আনলে অবাধ নির্বাচন কঠিন হবে।”

সালাহউদ্দিন আহমদ আওয়ামী লীগকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আখ্যা দিয়ে বলেন, “ভারতে আশ্রয় নিয়ে আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা ভারতের লোক। তাদের ওপর ভরসা রেখে জাতির নিরাপত্তা নিশ্চিত করা যাবে না।”

গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার, আইনজীবী রাশনা ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সালমা বেগম ও তানভীর হাসান জুয়েল এবং জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম।