বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২০ জুলাই ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
শেয়ার

নির্বাচন পেছাতে পিআর পদ্ধতির অজুহাত এনসিপির: ইশরাক


ishrak

মশাল হাতে ইশরাক হোসেন।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, “বাংলাদেশে এমন কোনো নির্বাচনি এলাকা নেই, যেখানে এনসিপির কেউ জয়লাভ করতে পারে। তাই তারা পিআর পদ্ধতির নামে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে।”

রোববার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর নয়াবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি, অন্তবর্তী সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলার অবনতি এবং সারাদেশে সহিংস ঘটনার প্রতিবাদে আয়োজিত এক মশাল মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

নয়াবাজার মোড় থেকে শুরু হয়ে মশাল মিছিলটি তাতীবাজার, গুলিস্তান, পল্টন হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

ইশরাক হোসেন বলেন, “প্রত্যেক নাগরিকের বাক স্বাধীনতা আছে, তবে সেই স্বাধীনতার নামে অন্যকে হেয় করার অধিকার নেই। কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতেই হবে, না হলে দেশের সর্বত্র জনগণ তাদের অবাঞ্ছিত ঘোষণা করবে, যেমনটা চকরিয়ায় হয়েছে।”

তিনি আরও বলেন, “আজকে দেশের যেকোনো অপ্রীতিকর ঘটনার জন্য এনসিপি-জামায়াত জোট বিএনপিকে দায়ী করে। তারা জানে, নিরপেক্ষ নির্বাচনে বিএনপি জয়লাভ করবে। তাই তারা বিভিন্ন অযৌক্তিক দাবি তুলে নির্বাচন পিছিয়ে দিতে চায়।”

জুলাই শহীদদের প্রসঙ্গে ইশরাক বলেন, “আজকে এনসিপি-জামায়াত জুলাই শহীদদের নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। অথচ এই আন্দোলনের প্রকৃত নেতৃত্বে ছিলেন তারেক রহমান ও বিএনপি-ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। নিজেদের স্বার্থে এনসিপি এখন তা অস্বীকার করছে এবং বরং তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে লিপ্ত হচ্ছে।”

মুরাদনগরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ওই অঞ্চলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বিরুদ্ধে একের পর এক খুনের অভিযোগ উঠছে। হত্যাকাণ্ড ঘটলেই বিএনপির ওপর দায় চাপানো হয়। কিন্তু যখন দেখা যায় এর পেছনে নতুন রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা আছে, তখন মিডিয়া নিশ্চুপ হয়ে যায়। আওয়ামী লীগ আমলেও এত নির্যাতন হয়নি, যতটা এখন বিএনপি নেতাকর্মীদের ওপর হচ্ছে।”

সমাবেশে বিএনপি নেতারা আরও বিভিন্ন দলীয় ইস্যুতে বক্তব্য রাখেন এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানান।