
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় ৫০ লাখ টাকার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, “উত্তরার মাইলস্টোন স্কুলে মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ। পাশাপাশি, দেশের সকল চিকিৎসকদের এই সংকটময় মুহূর্তে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আল্লাহ তায়ালা আমাদের সবার এই সেবা কবুল করুন। আমিন।”
এদিকে, মঙ্গলবার দুপুর পর্যন্ত দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। এর মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক—পাইলট তৌকির ইসলাম ও শিক্ষিকা মাহরীন চৌধুরী ছাড়া বাকি সবাই শিশু। আহত অবস্থায় এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। সেখানে বর্তমানে ভর্তি ৪২ জন রোগীর মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ২৮ জন, যেখানে আরও তিনজনকে সোমবার রাতে ভর্তি করা হয়। সেখানে এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ রাখা হয়েছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও উত্তরা আধুনিক হাসপাতাল থেকেও দুজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, ছয়জন নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডিএনএ নমুনা সংগ্রহ করে শনাক্তের প্রক্রিয়া চলছে। পাইলট তৌকির ইসলামের মরদেহ সিএমএইচে রাখা হয়েছে। অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের মধ্যে দুজন আছেন আইসিইউতে। সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে। ইউনাইটেড হাসপাতালেও একজনের মরদেহ রাখা হয়েছে।
এই ভয়াবহ দুর্ঘটনার পর পুরো জাতি শোকে মুহ্যমান। মানবিক সহায়তার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থার আরও সমন্বয় ও ত্বরিত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।







































