নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম এক ব্যতিক্রমী কায়দায় রাজনীতি থেকে বিদায় নিয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নিজের বাড়ির উঠানে এক বালতি দুধ দিয়ে গোসল করে তিনি ছাত্রলীগের রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দেন।
বিকেল ৫টার দিকে আগদিয়া গ্রামের নিজ বাড়িতে সাজ্জাদুল স্থানীয় সাংবাদিকদের ডেকে আনেন। আশপাশের অনেক মানুষও ঘটনাস্থলে ভিড় করেন। তাদের সামনেই এক বালতি ও গামলা ভর্তি দুধ দিয়ে গোসল করেন তিনি এবং একইসঙ্গে ছাত্রলীগের সভাপতি পদ থেকে পদত্যাগ এবং রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।
সাজ্জাদুল বলেন, “দীর্ঘদিন ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির স্বেচ্ছাচারিতা আমাকে মানসিক, শারীরিক, সামাজিক ও পারিবারিকভাবে আঘাত করেছে। এতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছি, যা আমার ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।”
তিনি আরও বলেন, “মানুষের জীবন, আত্মসম্মান ও পারিবারিক দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমি সজ্ঞানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি। আজ থেকে সংগঠনের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না।”
দলের কাছ থেকে কোনো সুফল না পাওয়ার অভিযোগ করে তিনি বলেন, “ক্ষমতায় থেকেও কোনো সুযোগ সুবিধা পাইনি। বরং সরকার পতনের পর আমার বাড়িতে হামলা-ভাঙচুর হয়, আমাকে মারার চেষ্টাও চলে। জেলে যাওয়ার সময় আমার বাবা মারা যান। এসব যন্ত্রণা আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।”
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার দৃশ্য দেখতে উৎসুক জনতা ভিড় করে। পথচারী আরাফাত মোল্যা বলেন, “রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি তিনি দুধ দিয়ে গোসল করছেন। পরে জানতে পারি, এভাবেই তিনি ছাত্রলীগ ছাড়ছেন।”
সাজ্জাদুলের এ কাজকে স্বাগত জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। রাজনীতি থেকে সরে আসায় খুশি তারা। তার ফুফু সোনিয়া বেগম বলেন, “দল করতে গিয়ে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। জেলে থাকার সময় ওর বাবার মৃত্যু হয়েছে। এখন ও রাজনীতি ছেড়ে ভালো সিদ্ধান্ত নিয়েছে।”








































