বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
ডেস্ক রিপোর্ট রাজনীতি ২৬ জুলাই ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন
শেয়ার

শহীদ পরিবারের সঙ্গে না বসে সরকার চেয়ার ছাড়তে পারবে না: সারজিস



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শহীদ পরিবারের সঙ্গে সমঝোতা না করে অন্তর্বর্তী সরকার চেয়ার থেকে নামতে পারবে না।

শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন তিনি।

স্মরণ সভায় বক্তব্যে সারজিস আলম বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে যদি ‘জুলাই সনদ’ না আসে, তবে শহীদ পরিবারগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে— কার চেয়ার টানতে হবে, কোথায় গিয়ে দাঁড়াতে হবে। এখন আর কারও ধার না ধরেই সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরও বলেন, এই সরকার গত এক বছরে কী কী সংস্কার করেছে, তা একটি উন্মুক্ত মঞ্চে ঘোষণা দিতে হবে। শহীদদের আত্মত্যাগ কোনো লোক দেখানো শ্রদ্ধার ভিখারি নয়— এটি একটি রাজনৈতিক শক্তির দাবিদার।

সারজিস আলম আক্ষেপ করে বলেন, যাদের আজকের সভায় থাকার কথা ছিল, তারা সবাই যেদিন একত্র হবে, সেদিনই এই সভা সফল হবে। আর যেদিন খুনি হাসিনার বিচার হবে, সেদিনই প্রকৃত অর্থে শহীদদের প্রতি সম্মান জানানো হবে।

তিনি সকল পক্ষকে আহ্বান জানিয়ে বলেন, শুধু শহীদদের কথা বললেই হবে না— সকল স্টেকহোল্ডারকে শহীদ পরিবারগুলোর কাছে গিয়ে জবাবদিহি করতে হবে।