ফাইল ছবি [/caption
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় চলমান সংলাপে অংশ নিয়ে এখন পর্যন্ত প্রায় ৭০০টি প্রস্তাব উত্থাপিত হয়েছে। এর মধ্যে ৬৫০টির সাথেই বিএনপি একমত হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের ২১ দিনের সংলাপের এক বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন বলেন, “আমরা যে শুধু সমালোচনাই করি না, সেটি প্রমাণ করতে আমরা গঠনমূলক ভূমিকা রাখছি। এখন পর্যন্ত প্রায় ৭০০ প্রস্তাব উত্থাপন করা হয়েছে, তার মধ্যে অন্তত ৬৫০টির সঙ্গে আমরা একমত হয়েছি।”
তিনি আরও বলেন, “আমরা চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন, চাই শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ। তাই ঐকমত্যে পৌঁছানো প্রস্তাবগুলোর বাস্তবায়নে এখন সময়ক্ষেপণ না করে দ্রুত আইনি রূপ দেওয়া উচিত।”
যদিও কিছু মূল ইস্যু—বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার কাঠামো, নির্বাচনী কমিশন পুনর্গঠন ও বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে এখনো মতপার্থক্য রয়েছে, তবে বিএনপি আশা করছে আলোচনার মাধ্যমেই এসব সমস্যার সমাধান সম্ভব।
সালাহউদ্দিন বলেন, “আলোচনা চলছে। মতানৈক্য থাকতেই পারে। কিন্তু ৬৫০টির মতো প্রস্তাবে একমত হওয়াটা একটা বড় অর্জন। এটি বলে দেয়, বিএনপি কোনও সংকট তৈরি করতে নয়—বরং সমাধানে সহায়ক শক্তি হিসেবে অংশ নিচ্ছে।”








































