
আগের বছরের তুলনায় জাতীয় পার্টির (জাপা) আয় কমেছে। বুধবার (৩০ জুলাই) জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনে দেওয়া আয়-ব্যয়ের হিসাব বিবরণী তেমন চিত্রই পাওয়া গেছে।
২০২৪ সালে জাপা আয় করেছে ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার টাকা, খরচ শেষে পার্টির তহবিলে আছে ৮৪ লাখ ৫০ হাজার টাকা। যা আগের বছরের তুলনায় প্রায় দেড় কোটি টাকার মতো কম।
জাতীয় পার্টি উল্লেখ করেছে, ২০২৪ সালে পূর্বের জেরসহ মোট আয় ছিল ২ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার টাকা। আগের বছর ২০২৩ সালে দলটির সামগ্রিক আয় করেছিল ৩ কোটি ২২ লাখ ৭৯ হাজার ৮৩১ টাকা। আর ২০২২ সাল আয় করেছিল ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা। একই সময়ে ব্যয় করে ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা।








































