
৯০ দিনের জন্য মার্কিন পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে চীনের শুল্ক কমিশন। মঙ্গলবার রাত ১২টা থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হবে বলে ধারণা করা হচ্ছে।
স্টেট কাউন্সিল শুল্ক কমিশন (২০২৫) নম্বর ৪-এর ঘোষণা অনুযায়ী, মার্কিন পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ২৪ শতাংশ শুল্ক স্থগিত রাখা হয়েছে। তবে, ওই একই পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হার বহাল থাকবে।
এই সিদ্ধান্তের ফলে চীনা বাজারে মার্কিন পণ্যের প্রবেশ কিছুটা সহজ হবে এবং দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনার জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরি হবে বলে আশা করা যায়। বেইজিংয়ের এই পদক্ষেপকে আন্তর্জাতিক বাণিজ্য স্থিতিশীলতার দিকে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।







































