বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন
শেয়ার

নেপালে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী বিক্ষোভকারীদের অগ্নিসংযোগে নিহত


Nepal fire

নেপালে বিক্ষোভকারীদের অগ্নিসংযোগে সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রাকর নিহত হয়েছেন। রাজধানী কাঠমান্ডুর দল্লু এলাকায় মঙ্গলবার এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দল্লু এলাকার অভিজাত মহল্লায় বিক্ষোভকারীরা রাজ্যলক্ষ্মীকে তাদের বাড়ির ভেতরে আটকে রেখে আগুন ধরিয়ে দেয়। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কীর্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, তার শরীরের বিভিন্ন অংশের পাশাপাশি ফুসফুসও মারাত্মকভাবে পুড়ে যায়।

গত সোমবার থেকে নেপালে দুর্নীতি, বেকারত্ব এবং সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম (যেমন ফেসবুক, এক্স ইত্যাদি) নিষিদ্ধকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে জেনারেশন জেড যুবকদের নেতৃত্বে বিক্ষোভ সহিংস রূপ নেয়। ইতিমধ্যে বিক্ষোভকারীরা কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগ করেছে বলে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস। এ ছাড়া অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলকেও বিক্ষোভকারীরা মারধর করেছে বলে খবর পাওয়া গেছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান কেপি শর্মা ওলি। অপরদিকে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের জন্য বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন।

যদিও সোমবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তবুও বিক্ষোভ চলতে থাকে। বিক্ষোভকারীরা সরকারি ভবনে অগ্নিসংযোগ করে এবং কাঠমান্ডু বিমানবন্দরও বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, ২০১১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ঝালনাথ খানাল পার্লামেন্টে লিখিত আকারে তার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার দল নেপাল কমিউনিস্ট পার্টি (ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট)-এর কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর তিনি পদত্যাগ করেন।