
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তার মেয়ে কিম জু আয়
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ধীরে ধীরে তার কন্যা কিম জু আয়েকে উত্তরাধিকারী হিসেবে প্রতিষ্ঠিত করছেন বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা। সম্প্রতি চীন সফরে বাবার সঙ্গে রাষ্ট্রীয় সফরে যোগ দেওয়া কিম জু আয়ের উপস্থিতি সেই ইঙ্গিতকেই আরও জোরালো করেছে।
দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) জানায়, কূটনৈতিক সফরে কিম জু আয়ের অংশগ্রহণ তার ক্রমবর্ধমান প্রভাব এবং নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবস্থানকে স্পষ্ট করেছে। আইনপ্রণেতাদের ভাষ্য অনুযায়ী, এনআইএস এখন কিম জু আয়েকেই কিম জং উনের সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, একটি বড় বিদেশ সফরে কন্যাকে পাশে রাখা আসলে কিম জং উনের কৌশলগত বার্তা—দেশের ভেতরে ও বাইরে সবাইকে জানিয়ে দেওয়া যে, ভবিষ্যতে নেতৃত্বে কিম জু আয়ের ভূমিকাই প্রধান হবে।






































