বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে স্পেন যাচ্ছেন চীনের উপ-প্রধানমন্ত্রী


 

CHINA USA

পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলোচনায় বসতে যাচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র। আর স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হতে যাওয়া এই আলোচনায় অংশ নিতে স্পেন সফরে যাচ্ছেন চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানান।

কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও উপ-প্রধানমন্ত্রী হয় লি ফেং আগামী ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত স্পেন সফর করবেন।

মুখপাত্র জানান, উভয় পক্ষই অর্থনৈতিক ও বাণিজ্য বিষয় নিয়ে আলোচনা করবে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক ব্যবস্থা, রপ্তানি নিয়ন্ত্রণের অপব্যবহার এবং টিকটক।