
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে বড় ধাক্কা খেলো বাংলাদেশ। সুপার ফোরে খেলার পথ কঠিন করে তুললো লিটন দাসের দল।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ১৪০ রানের লক্ষ্য দেয় টাইগাররা। জবাবে ওপেনার পাথুম নিশাঙ্কার ফিফটি ও কামিল মিশারার অপরাজিত ইনিংসে ভর করে মাত্র ১৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে লঙ্কানরা।
এবারের আসরে বি গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সুপার ফোর উঠতে তাই নেট রান রেটটা রাখতে পারে বড় ভূমিকা। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩২ বল হাতে রেখে হারিয়ে সেই রান রেট বাড়িয়ে রাখল শ্রীলঙ্কা (+২.৫৯৫)। হংকংকে হারিয়ে +৪.৭০০ নেট রান রেট নিয়ে শীর্ষে আফগানিস্তান। ২ ম্যাচে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশের নেট রান রেট –০.৬৫০।
আগামী সোমবার হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে মঙ্গলবারের আফগানিস্তান ম্যাচটি নকআউট হয়ে যাবে বাংলাদেশের জন্য। সে ম্যাচ হারলেই সুপার ফোরের আগেই দেশে ফিরতে হবে বাংলাদেশকে। আর জিতলেও অবশ্য শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।







































