বিশ্বের প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভার্চ্যুয়াল মন্ত্রী নিয়োগ দিয়েছে আলবেনিয়া। ‘ডিয়েলা’ নামের এ মন্ত্রী মূলত কোড ও পিক্সেল দিয়ে তৈরি একটি ভার্চ্যুয়াল চ্যাটবট। আলবেনীয় ভাষায় ডিয়েলার অর্থ ‘সূর্য’।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আলবেনিয়ার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয় ডিয়েলাকে। সরকারি কেনাকাটায় তদারকি ও ব্যয়ের ক্ষেত্রে দুর্নীতি কমাতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
চলতি বছরের শুরুতে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা ঘোষণা দিয়েছিলেন, দেশটিতে একদিন ডিজিটাল মন্ত্রী বা এআই প্রধানমন্ত্রী থাকবে। সেই ঘোষণা বাস্তবায়ন করেই এবার তিনি রাজধানী তিরানায় সোশ্যালিস্ট পার্টির এক অনুষ্ঠানে এআই মন্ত্রী ডিয়েলাকে পরিচয় করিয়ে দেন।
সরকারি ক্রয় কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্ব পাওয়া ডিয়েলা মূলত সরকারের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের সব চুক্তি পুনর্মূল্যায়ন করে অনুমোদন দেবে। ইতোমধ্যেই দেশটির ডিজিটাল সার্ভিসেস পোর্টালের মাধ্যমে নাগরিকদের সেবা দেওয়া শুরু করেছে এআই মন্ত্রী।
তবে আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে প্রযুক্তিনির্ভর শাসনের সাহসী পদক্ষেপ বলছেন, আবার সমালোচকেরা প্রশ্ন তুলছেন— এআই ভুল করলে দায় নেবে কে, আর এটি আসলেই কতটা নিরপেক্ষভাবে কাজ করবে?






































