
তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই আন্দোলন ছিল বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের আন্দোলন, কোনো দল বা ব্যক্তির নয়। গণতান্ত্রিক অধিকার রক্ষার এই আন্দোলনের মূল চালিকাশক্তি ছিলেন সাধারণ মানুষ।
বিবিসি বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি নিজেকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। এই আন্দোলন শুরু হয়েছিল অনেক আগে, আর সফল হয়েছে ৫ আগস্টে, যাকে সাধারণভাবে জুলাই আন্দোলন বলা হয়।
তিনি আরও বলেন, এই আন্দোলনে শুধু রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরাই অংশ নেননি। মাদ্রাসার ছাত্র-ছাত্রী, গৃহিণী, কৃষক, শ্রমিক, সিএনজি চালক, ছোট দোকানের কর্মচারী ও মালিক, গার্মেন্টস কর্মী এবং সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মীরাও রাস্তায় নেমেছিলেন।
তারেক রহমান বলেন, দেশত্যাগ করা সাংবাদিকরাও এই আন্দোলনে অংশ নিয়েছেন। কাজেই কারো ভূমিকাকে আমরা ছোট করে দেখতে চাই না, খাটো করে দেখতে চাই না। আমি দৃড়ভাবে বিশ্বাস করি, সমাজের দল-মত, শ্রেণিবিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে।
তিনি বলেন, এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এই আন্দোলনের মাস্টারমাইন্ড কােনো দল বা ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।







































