
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মনে করেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করলে নির্বাচন প্রক্রিয়ায় অযথা বিলম্বের সুযোগ থাকবে না।
সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত “গুণমানসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা” শীর্ষক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোট একসঙ্গে হলে নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রবণতা ঠেকানো সম্ভব। তবে অনেকে বিলম্ব চেয়ে থাকেন, আর সেখানেই মূল চ্যালেঞ্জ।
তিনি সরকারের উদ্দেশে বলেন, অধ্যাদেশ জারি করে গণভোট আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে দেওয়া উচিত। একই সঙ্গে দুটি ব্যালট দেওয়া হলে জনগণ বিভ্রান্ত হবে—এমন আশঙ্কা অমূলক বলে মন্তব্য করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনে তিনটি ব্যালটে ভোট হয়, সুতরাং সংসদ নির্বাচন ও গণভোটে দুটি ব্যালট নিয়েও জনগণ অংশ নিতে প্রস্তুত—যোগ করেন বিএনপির এই নেতা।
তার দাবি, একই দিনে গণভোট হলে জাতীয় নির্বাচনের মতো বৃহৎ আয়োজন বারবার করতে হবে না। এতে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।
এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকলে নির্বাচন নিয়ে কোনো সংকট সৃষ্টি হবে না। যারা অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করতে চান, তাদের এখনই দায়িত্বশীল আচরণ করা উচিত।







































